বর্দ্ধমানে কাঞ্চননগরে মোর ধাম ৷
শ্যামদাস পিতৃনাম গোবিন্দ মোর নাম ৷৷
অস্ত্র হাতা বেড়ি গড়ি জাতিতে কামার ৷
মাধবী নামেতে হয় জননী আমার ৷৷
আমার নারীর নাম শশীমুখী হয় ৷
একদিন ঝগড়া করি মোরে কটু কয় ৷৷
নির্গুণে মূর্খ বলি গালি দিল মোরে ৷
সেই অপমানে গৃহ ছাড়িলাম ভোরে ৷৷
চৌদ্দশ ত্রিশ শাকে বাহিরেতে যাই ৷
অভিমানে গর গর ফিরে নাহি চাই ৷৷
ক্রমে পহছিনু আমি কাটোয়ার ধাম ৷
সেথা আসি শুনিলাম শ্রীচৈতন্যের নাম ৷৷
সকলেই চৈতন্যেরে বাখানিয়া বলে ৷
তাহা শুনি ছুটিলাম দর্শনের ছলে ৷৷
* * * * *
আশ্চর্য্য প্রভুর রূপ হেরিতে লাগিনু ৷
রূপের ছটায় মুহি মোহিত হইনু ৷৷
শুদ্ধ সুবর্ণের ন্যায় অঙ্গের বরণ ৷
নীলপদ্ম দল সম সুদীর্ঘ নয়ন ৷৷
সুন্দর কপোল যুগ প্রশস্ত ললাট ৷
সহজে চলিলে দেখায় নাটুয়ার নাট ৷৷
রাম রম্ভা জিনি শোভে মনোহর উরু ৷
তুলি দিয়ে আঁকা যেন দুটী চারু ভুরু ৷৷
আলতা রঞ্জিত যেন যুগল চরণ ৷
নিরখিলে মুগ্ধ হয় মুনির নয়ন ৷৷
প্রেমময় তনুখানি মুখে হরিবোল ৷
যারে পান দয়া করে তারে দেন কোল ৷৷
হরি বলি অশ্রুপাত করে মোর গোরা ৷
পিচকারী ধারা সম বহে অশ্রু ধারা ৷৷
* * * * *
যদ্যপি দাণ্ডায় প্রভু অন্ধকার ঘরে ৷
শরীরের আভায় আন্ধার নাশ করে ৷৷
অমৃত ধারায় বুঝি চাঁদেরে ছানিয়া ৷
কোন্ বিধি নিরজনে গড়েছে বসিয়া ৷৷
যেই জন এই রূপ নিরখে নয়নে ৷
বিষয়বৈরাগ্য ঘোরে তাহার পেছনে ৷৷
……………………………
......………………………………………
(গোবিন্দ দাসের করচা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন