মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

মহাবিজ্ঞানী দয়ানন্দ সরস্বতী

দয়ানন্দ মতবাদ খন্ডন : পর্ব-১


(সত্যার্থ-প্রকাশ, ৮ম সমুল্লাস)



মহাবিজ্ঞানী দয়ানন্দ সরস্বতীর মহা আবিষ্কার যে চন্দ্র, সূর্য, নক্ষত্রেও মনুষ্যাদি প্রাণী তথা মানুষ, পশুপাখি, গাছপালা ইত্যাদি আছে ৷ (কেউ হাসবেন না কিন্তু 😁)

চন্দ্র-নক্ষত্রের কথা নাহয় বাদই দিলাম, সূর্যের মধ্যে কি করে মনুষ্যাদি প্রাণী থাকা সম্ভব?? সূর্য একটি জ্বলন্ত অগ্নিপিন্ড যার অভ্যন্তরের তাপমাত্রা প্রায় ১ কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬ হাজার ডিগ্রি সেন্ট্রিগ্রেড ও পৃষ্ঠের ঠিক উপরি ভাগে তাপমাত্রা প্রায় ১০ লক্ষ ডিগ্রি সেন্ট্রিগ্রেড। এবার বলুন, এই তাপমাত্রায় কোন  প্রাণীর বসবাস করার কথা চিন্তা করাও কি চিন্তনীয় কিনা?
কিন্তু দয়ানন্দ এইরুপ কথা এত জোরের সহিত কি করে বললেন? উত্তর সোজা— তিনি ছিলেন নেশাখোর, তিনি গাঁজা ও হুকো টানতেন এরুপ প্রমাণ পাওয়া যায় ৷ এইসব অবৈজ্ঞানিক প্রলাপ নেশাগ্রস্থ পাগল ছাড়া আর কে বলতে পারে?
আবার এই দয়ানন্দই নাকি বেদজ্ঞানী, বেদভাষ্যকার ৷ এইরুপ নেশাগ্রস্থ পাগল যদি বেদের অর্থ নির্ণয় করতে যায়, তবে তা কতটা বিকৃত করতে পারে তা পাঠকগণ ভেবে দেখুন ৷



সাম্প্রতিক পোস্ট

পুরুষ—কৃষ্ণ ৷৷ প্রকৃতি—রাধা

 পুরুষ—কৃষ্ণ ৷৷ প্রকৃতি—রাধা ======================= যোগেনাত্মা সৃষ্টিবিধৌ দ্বিধারূপো বভূব সঃ ৷ পুমাংশ্চ দক্ষিণার্ধাঙ্গো বামাঙ্গঃ প্রকৃতিঃস্...

জনপ্রিয় পোস্টসমূহ