বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

প্রিয়া সাহার পর এবার আমেরিকাতে ঝর তুললেন এক বাংলাদেশী হিন্দু দাদা ( ভিডিও সহ দেখুন )

3 February, 2020 তারিখে অনুষ্ঠিত আমেরিকার Seattle City Council এর সভাতে, বাংলাদেশে হওয়া হিন্দু নির্যাতনের নমুনা তুলে ধরে ভারত সরকার প্রণীত CAA আইনের সমর্থনে বক্তব্য রাখেন শ্রদ্ধেয় সম্পদ দাদা ৷ তাঁকে বাংলাদেশের সকল হিন্দুর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ৷



তার বক্তব্যের ভাবার্থ ছিল নিম্নরুপ: —
“Hi, শুভ অপরাহ্ন জানাচ্ছি প্রিয় কাউন্সিল মেম্বার ও উপস্থিত সকলকে ৷ আমি একজন বাংলাদেশী হিন্দু ৷ আমি শুধু এখানে এসেছি আপনাদেরকে কয়েকটি বিষয়ে অবগত করানোর জন্য ৷ ২০০১ সালে জামাত-বি.এন.পি পার্টি বাংলাদেশের শাসন ক্ষমতায় আসীন হয় ৷ তারা ক্ষমতায় আসা মাত্রই সংখ্যালঘুদের ওপর তীব্র নির্যাতন শুরু হয় ৷ মাত্র ১২ বছর বয়সী পূর্ণিমা শীল নামের এক দলিত হিন্দু মেয়ে ৩০ জনের দ্বারা গণ-ধর্ষিত হয় ৷ তার অসহায় মা কেঁদে কেঁদে চিৎকার করে বলছিল- “তোমরা একজন একজন করে যাও, সে অনেক ছোট, সে মারা যাবে ৷” এই ঘটনাটি ভাইরাল হয় ৷ তৎকালীন শাসনামলে বাংলাদেশের ভোলা, বরিশাল প্রভৃতি জেলাতে ১০ হাজার ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয় ৷ তাহলে সারদেশে সংখ্যালঘুদের নির্যাতনের চিত্রটা একবার কল্পনা করে দেখুন! একইরকম ঘটনা ঘটেছিল ১৯৯০ সালেও ৷ এমনকি পাকিস্তান ও আফগানিস্থানে সংখ্যালঘুদের অবস্থা অত্যন্ত শোচনীয় ৷ ২০০১ সালের সেই ভয়াবহ দিনগুলোর অভিজ্ঞতা আমার রয়েছে, কারণ সেই দিনগুলোর আমি নিজেই সাক্ষী ৷ আমরা সংখ্যালঘুরা নিজেদের দেশে নিজেরাই জিম্মী অবস্থা অনুভব করছি, যেহেতু আমরা সামাজিক গণমাধ্যম বা অন্য কোথাও মুখ খুলতে পারি না ৷ এমতাবস্থায় যারা CAA এর বিরোধীতা করছেন তাদেরকে আমি একটি সহজ প্রশ্ন করতে চাই- ঐ সকল সংখ্যালঘু (যারা স্বদেশে নির্যাতিত ও বিতারিত হয়ে ভারতে আশ্রয় নিয়ে) ২০-২৩ বছর ধরে ভারতে বাস করছে তাদের ভারতের নাগরিকত্ব পাওয়া উচিত কিনা? যদি আপনাদের উত্তর ‘না’ হয় তবে বলি, CAA হচ্ছে ভারত সরকার কতৃক নির্যাতিত শরণার্থী সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার এমন একটি পলিসি যেরকম কিনা USA তে নাগরিকত্ব লাভের ৷ এখন প্রশ্ন উঠতে পারে, মুসলিমরা কেন CAA আইনের অন্তর্ভূক্ত নয়? কারণ (ভারতের পাশ্ববর্তী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্থান দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘুদের মতো তাদের সেখানে নির্যাতিত হয়ে দেশ ত্যাগের আশঙ্কা নাই)....


ভিডিওতে দেখুন:—


ইউটিউব লিঙ্ক: https://youtu.be/zhMNuxT2Ihg
ফেসবুক ভিডিও লিঙ্ক: Click here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাম্প্রতিক পোস্ট

পুরুষ—কৃষ্ণ ৷৷ প্রকৃতি—রাধা

 পুরুষ—কৃষ্ণ ৷৷ প্রকৃতি—রাধা ======================= যোগেনাত্মা সৃষ্টিবিধৌ দ্বিধারূপো বভূব সঃ ৷ পুমাংশ্চ দক্ষিণার্ধাঙ্গো বামাঙ্গঃ প্রকৃতিঃস্...

জনপ্রিয় পোস্টসমূহ